Welcome - Keary National School

বিসমিল্লাহির রাহমানির রাহীম,

সম্মানিত অভিভাবক/ অভিভাবিকা,
আসসালামু আলাইকুম, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা একটি মহতি উদ্দেশ্য সাধনের নিমিত্তে, সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সুন্দর সোনামুখি কচি কিশলয়দের জন্য ২০১২ সালে “কেয়ারী ন্যাশনাল স্কুল” নামে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর বাংলা মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেছি। বর্তমানে পরিবর্তিত প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা আপনার কোমলমতি শিশুর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ভাল ফলাফল ও উত্তম চরিত্র গঠনের নিমিত্তে বিগত বছরগুলোর বাস্তব অভিজ্ঞতা ও শ্রমলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীর বয়স অনুযায়ী শিক্ষা, সঠিক পাঠ্যক্রম (সিলেবাস) ও উপযুক্ত শিক্ষকম-লী ও তাদের আন্তরিকতাপূর্ণ পাঠদান এর মাধ্যমে আপনার ও আপনার সন্তানের কাঙ্খিত প্রত্যাশা পূরণে সফল হব ইনশাল্লাহ।
প্রত্যেক কোমলমতি শিক্ষার্থীর উজ্জ্বল সম্ভবনাময় ভবিষ্যৎ পড়ার প্রত্যয় “কেয়ারী ন্যাশনাল স্কুলের” যে প্রয়ত তাতে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য। একটি সুন্দর, সু-শৃঙ্খল সাবলীল কার্যক্রমের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে আপনাদের আন্তরিকতাপূর্ণ, সুচিন্তিত এবং গঠনমূলক পরামর্শ একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল
মু.মাহবুবুল ইসলাম