• Study tour

    Study tour

  • prize given by The then chairman of Keary National School

    prize given by The then chairman of Keary National School

  • Crest given to TEO

    Crest given to TEO

  • Assembly

    Assembly

  • Inaugaration

    Inaugaration

Message Corner
Welcome to Keary National School

বিসমিল্লাহির রাহমানির রাহীম,

সম্মানিত অভিভাবক/ অভিভাবিকা,
আসসালামু আলাইকুম, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা একটি মহতি উদ্দেশ্য সাধনের নিমিত্তে, সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সুন্দর সোনামুখি কচি কিশলয়দের জন্য ২০১২ সালে “কেয়ারী ন্যাশনাল স্কুল” নামে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর বাংলা মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেছি। বর্তমানে পরিবর্তিত প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা আপনার কোমলমতি শিশুর সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ভাল ফলাফল ও উত্তম চরিত্র গঠনের নিমিত্তে বিগত বছরগুলোর বাস্তব অভিজ্ঞতা ও শ্রমলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীর বয়স অনুযায়ী শিক্ষা, সঠিক পাঠ্যক্রম (সিলেবাস) ও উপযুক্ত শিক্ষকম-লী ও তাদের আন্তরিকতাপূর্ণ পাঠদান এর মাধ্যমে আপনার ও আপনার সন্তানের কাঙ্খিত প্রত্যাশা পূরণে সফল হব ইনশাল্লাহ।
প্রত্যেক কোমলমতি শিক্ষার্থীর উজ্জ্বল সম্ভবনাময় ভবিষ্যৎ পড়ার প্রত্যয় “কেয়ারী ন্যাশনাল স্কুলের” যে প্রয়ত তাতে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য। একটি সুন্দর, সু-শৃঙ্খল সাবলীল কার্যক্রমের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে আপনাদের আন্তরিকতাপূর্ণ, সুচিন্তিত এবং গঠনমূলক পরামর্শ একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল
মু.মাহবুবুল ইসলাম

Read More
Why Should you Choose Keary National School ?

লক্ষ্য ও উদ্দেশ্য

বাংলা মিডিয়াম এর শিক্ষার্থীদের ইংরেজী ভীতি দূর করে English Spoken শিখানো।

ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

বৈশিষ্ট্য

আশরা  English  কে Subject হিসেবে পাঠদান করে থাকি।

আমাদের প্রতি প্রিয়ড 45 মিনিট করে।

প্রতি ক্লাসে 20-25 জন করে শিক্ষার্থী।

দৈনিক পাঠ না শিখলে ছুটির পর সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শিখানো।

শিশুদের খেলনা, Puzzle sheet, Wordfun Sheet ও কম্পিউটারের মাধ্যমে পাঠ দান করা।

আমরা ক্লাসে না পড়িয়ে Home work দেই না।

 

সহশিক্ষা কার্যক্রম

স্কুলের একাডেমিক পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন গঠনমূলক সহশিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করানো হয়।

 

সহশিক্ষা কার্যক্রম
স্কুলের একাডেমিক পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদরে বিভিন্ন গঠনমূলক সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করানো  হয়।
 
  1. তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ
  2. ইংরেজী কথপোকথন (English Spoken)
  3. অংকন (Drawing)
  4. সাধারণ জ্ঞান (General Knowledge Competition)
  5. সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা (Good Hand writing Competition)  
  6. বানান প্রতিযোগিতা (Spelling Competition)    )    
  7. বির্তক (Debeging- ৬ষ্ঠ শ্রেণি থেকে)
  8. দেয়ালিকা
 
 
পাঠদান পদ্ধতি
  • শিক্ষার্থদের অহেতক ভীত না করে বরং সহজবোধ্য, সহজে মস্তিস্কে ধারণযোগ্য এবং র্দীঘস্থায়ী করার জন্য মুখস্ত করা ব্যতীত বিভিন্ন খেলনা  (যেমন অ, আ/ক,খ /১,২/এর তৈরী খেলনা) চার্ট, মানচিত্র, ভিডিও ক্লিপ, ডকুমেন্টারী ইত্যাদি মাধ্যমে পাঠদান করা।
  •  
  • পাঠদান ব্যাখ্যা বিশ্লেষণ, উদাহরণ, অভিনয় করে যে কোন কঠিন বিষয়কে সহজ করে তোলা।
  •  
  • Spoken English  ক্লাস সম্পূর্ণ রূপে Practically করানো।
  •  
  • প্রত্যেক বৃহস্পতিবার Spoken English, Handwriting ও কোরআন তেলাওয়াতের ক্লাস করানো হয়।
 
Intensive Cass
 PEC ও JEC শিক্ষার্থীদের বাধ্যতামূলক “ওহঃবহংরাব ঈষধংং” এর মাধ্যমে প্রত্যাশিত অ+ এর জন যতœ নেয়া হয়।
 
পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিন্যাস
 বিদ্যালয় ৩টি সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 পাঠদানের উপর ভিত্তি করে প্রতি সাময়কি ১টি CT ও ২০ নম্বরে অনুষ্ঠিত হয় এবং প্রতি বিষয়ে ২০ নম্বর ঝইঅ থাকে। যা সাময়িক পরীক্ষার সাথে গড় অনুপাতে যোগ করা হয়।
 
একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ
 শ্রেণির ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীকে একটি একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়। এই একাডেমিক ক্যালেন্ডারে সকল একাডেমিক কার্যক্রমের বিষদ পরিকল্পনা থাকে। ফলে একজন শিক্ষার্থী শুরু থেকেই তার একাধিক কার্যক্রম সম্পকে অবহিত হতে পারো।
Notice Board
Latest Events
Latest News